সিলেটপোস্ট ডেস্ক : বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। কারাগারের রজনীগন্ধা সেলে দেখা হয় সাকার স্বজনদের। এসময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলেও কারো সঙ্গেই কথা বলেননি তারা।
এর আগে সাকার সঙ্গে দেখা করতে ১২টা ২২ মিনিটে কারাগারে পৌঁছায় তার পরিবারের ১৫ সদস্য। তবে শেষ পর্যন্ত অনুমতি মেলে ৮ জনের। বাকিদের কারাগারে ঢুকতে দেয়া হয়নি। পরিবারের অনুমতি পাওয়া সদস্যরা হলেন- সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে ফায়েজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী, পুত্রবধূ তানিয়া খন্দকার, সাকার বোন জোবাইদা মনোয়ারা ও হাসিনা কাদের চৌধুরী, সাকার মেয়ে ফারজিন কাদের চৌধুরী ও তার স্বামী জাফর খান এবং সাকার চাচাত ভাই ইকবাল হোসেন।
এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেছেন তার স্বজনরা।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে কারাগারে যান তার স্ত্রী, সন্তানসহ ১২ জন। দীর্ঘ এক ঘণ্টা সাক্ষাৎ শেষে পৌনে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগার ছাড়েন স্বজনরা।
সাক্ষাৎ শেষে বেরোনোর পর কারাফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলী আফজাল মোহাম্মদ খালেছ। তিনি জানান, মুজাহিদ মানসিকভাবে শক্ত আছেন। তিনি শারীরিকভাবেও ভালো আছেন। তার মধ্যে কোনো টেনশন নেই।