সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «  

যে কোন মুহুর্তে ফাঁসি, প্রস্তুত থাকুন : সিএমপি কমিশনার

সিএমপি কমিশনারসিলেটপোস্ট ডেস্ক : সিএমপি’র সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল।  তিনি বলেছেন, ‘যে কোন মুহুর্তে ফাঁসি হয়ে যাবে, সর্বোচ্চ সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন। ’

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় জরুরি বৈঠকে পুলিশ কমিশনার এসব কথা বলেন।  যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে শেষ মুহুর্তের নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এ জরুরি বৈঠক আহ্বান করেন পুলিশ কমিশনার।

বৈঠকে অতিরিক্ত দুই পুলিশ কমিশনার, আটজন উপ-কমিশনার, ১৫ জন অতিরিক্ত উপ কমিশনার, ১৬ জন সহকারি কমিশনার এবং ১৬ থানার ওসি উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রমতে, বৈঠকে সিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার প্রস্তুতিতে কোন ঘাটতি থাকা চলবেনা।  যে কোন মুহুর্তে ফাঁসি হবে।  সুতরাং সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে।  সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।  এই মুহুর্ত থেকে সিনিয়র অফিসার থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ফাঁসি কার্যকরের আগে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছিল।  বৈঠকে বলা হয়েছে, যে কোন মুহুর্তে ফাঁসি কার্যকর হবে।  সবাই যেন সর্বোচ্চ সতর্ক থাকেন।  সিনিয়র অফিসার থেকে সাধারণ সদস্য পর্যন্ত আমরা সবাই মাঠে থাকব।

সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে শনিবার থেকে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।  নগরীর ১৬ থানার প্রতিটিতে ২০ জন করে স্পেশাল রায়ট ফোর্সের একটি টিম পাঠানো হয়েছে।

এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে নগরী ও জেলায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং সালাহউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।  দুই যুদ্ধাপরাধী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে।

এর আগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর এবং ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কার্যকরের র‍ায় দেয়ার পর চট্টগ্রাম জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল জামায়াত-শিবির।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২১.১১.২০১৫

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.