সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের প্রথম মুসলমান সৈয়দ শাহ গাজী বুরহান উদ্দিন (রা.)এর আগামী ১৯, ২০, ২১শে ডিসেম্বর পবিত্র উরুস উপলক্ষে শনিবার মাজার প্রাঙ্গনে মাজার ও উরুস পরিচালনা কমিটির উদ্যোগে সাধারন সভা অনুষ্টিত হয়।২৪নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ রিপনের সভাপতিত্বে ও মো. শুকুর মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাজারের খাদেম ও মোতাওয়াল্লী আতাউর রহমান, শেখ জালাল ফরিদ উদ্দিন, পিয়ার উদ্দিন, নূর মিয়া ,হাজী বাবুল মিয়া, হাজী আব্দুল মালিক, মনু মিয়া, আফাজ উদ্দিন, মন্নান মিয়া, রিপন আহমদ, জহুর উদ্দি মাষ্টার, আব্দুল মুক্তাদির মুক্তা, আব্দুল আহাদ, আব্দুস সালাম প্রমুখ।সভায় সুষ্ঠভাবে পবিত্র উরুস আয়োজনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় পবিত্র উরুস সুন্দর ও সুশৃংখলভাবে আয়োজনে দলমত নির্বিশেষে সিলেটের সর্বস্থরের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।