সিলেটপোস্টরিপোর্ট:নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অঞ্জন দেব নামের এক ছাত্রলীগ নেতা। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার সকাল সোয়া ১০টার দিকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে অঞ্জন ছুরিকাঘাতের শিকার হন।অঞ্জন ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও টিলাগড় আসাদ গ্রুপের ছাত্রলীগ নেতা।অঞ্জনের উপর হামলাকারীরা ছাত্রলীগ নামধারী শিবির ক্যাডার বলে দাবি করেছেন তার গ্রুপের নেতা মহানগর ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহেল তালুকদার।রুহেল তালুকদার জানান- যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আনন্দ মিছিলে অংশ নেয়ার জন্য অঞ্জন দেব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেইটের সামনে দাঁড়ানো ছিলেন। এসময় কাওসার আহমদ, বাপন, ইয়াসিন আব্বাস, ফজলে রাব্বি ও তুহিনসহ কয়েকজন ক্যাডার এসে তার উপর হামলা চালায়।তাদের ছুরিকাঘাতে অঞ্জন গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমান তিনি ওসমানী হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডের ৩৮ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা রুহেল তালুকদার।
নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ওসমানী হাসপাতালে ছাত্রলীগ নেতা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ২:৪৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »