সিলেটপোস্টরিপোর্ট:চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা ও দাফনের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় এক গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন আরও তিন সাংবাদিক।রোববার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম জেলার রাউজন উপজেলার গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, রাউজানের গহিরা এলাকায় সাকার জানাজা শেষে ফেরার পথে রাউজান পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণকারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায়।এ সময় হামলার ছবি তুলতে গেলে মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়। এছাড়া একুশে টিভির রিপোর্টারসহ আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।এ ঘটনায় আহত একুশে টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান নয়ন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাদেরের দাফনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা : গুলিবিদ্ধ ১,আহত ৩
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৬:২২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »