সিলেটপোস্ট ডেস্ক : প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রবিবার ছিল এই আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া অপর ৪ জন প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল না করায় এই আসনে এখন তিনিই একমাত্র বৈধপ্রার্থী। নির্বাচনী বিধান অনুযায়ী এখন তিনি এই আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি।
রির্টানিং অফিসারের কার্যালয় আজ সোমবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা নির্বাচন অফিসার ও এই আসনের সহকারী রির্টানিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ ।
প্রসঙ্গত, সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী এই আসনের এমপি থাকাবস্থায় গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ঠিক করে নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৩.১১.২০১৫