সিলেটপোস্টরিপোর্ট:মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে রাজপথে নেই জামায়াত-শিবির। জামায়াতের হরতালে সিলেটের রাজপথে চলছে আওয়ামীলীগের শোডাউন।সোমবার দুপুরে সিলেট নগরীতে শোডাউন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, একে একে এদেশের মাটিতে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে। তাদের সাথে যুদ্ধাপরাধীদের স্বজন খালেদা ও তারেকেরও বিচার হবে। তাদের ইন্ধনেই দেশে একে একে তারেক জিয়া, খালেদা জিয়ার বিচার হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ। পরিচালনা করেন দেবাংশু দাশ মিঠু।
বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, স্বেচ্ছাসেবকলীগ মহানগর শাখার সভাপতি আফতাব হোসেন খান।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট রনজিত সরকার, অ্যাডভোকট আলাউদ্দিন, অ্যাডভোকেট মিয়া মো. লিটন প্রমুখ