সিলেটপোস্ট রিপোর্ট : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদ লোকমান আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, জেল, জুলুম, অত্যাচার আর নিপীড়ন এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার হয়ে দাড়িয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে বিরোধী দল ও মতের মানুষের উপর পরিকল্পিতভাবে এই স্বৈরাচারী সরকার জুলুম-নির্যাতন চালাচ্ছে। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনকে বিরোধী মতের মানুষের উপর যথেচ্ছা ব্যবহার করছে।
নেতৃবৃন্দ ছাত্রদল নেতাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৩.১১.২০১৫