পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫, ১১:৩৬ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকার ধৃষ্ঠতাপূর্ণ মন্তব্য করায় পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।স্বাধীনতার চেতনা মঞ্চের ব্যানারে বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।মানববন্ধন থেকে পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা ছাড়াও জামায়াত ইসলামকে নিষিদ্ধের দাবি জানানো হবে। এ মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এডভোকেট জাকির হোসেন।