সিলেটপোস্ট রিপোর্ট :মদন মোহন কলেজের প্লাটিনাম জুবিলি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থী সম্মেলনের নিবন্ধনের সময়সীমা ২৫ নভেম্বর থেকে বর্ধিত করে আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।প্লাটিনাম জুবিলি উদযাপন পর্ষদের সভাপতি ও কলেজ অধ্যক্ষ ড. আবুল ফাত্তাহ ও সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্নের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়েছে।উল্লেখ্য, মদনমোহন কলেজের প্লাটিনাম জুবিলি উদযাপন পর্ষদের উদ্বোধন পর্বের একাডেমিক সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ অধিবেশন আগামী ৭ জানুয়ারি ২০১৬ ইং অনুষ্ঠিত হবে।
মদন মোহন কলেজের প্লাটিনাম জুবিলির নিবন্ধনের সময় বৃদ্ধি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৬, ২০১৫ | ১০:২৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »