সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ৬ বছরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষনকারী আনহারকে আটক   » «   ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে :কাইয়ুম চৌধুরী  » «   বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল  » «   সিলেটে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  » «   নবীগঞ্জে ভুল অপারেশন করে শিশুর লিঙ্গ কর্তন-কেয়ার ডায়াগনস্টিক ঘেরাও  » «   সিলেটের উপশহরে মামার হাতে বাগিনা খুন  » «   ব্রাদার ইসরাইল আলী সাদেক জামিন নিতে এসে গ্রেপ্তার  » «   সুনামগঞ্জের দোয়ারায়বাজারে ভারতীয় চিনিসহ আটক- ৪ জন  » «   প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দেশীয় সংস্কৃতি লালন করতে হবে  -জেলা প্রশাসক  » «   শান্তিগঞ্জের কান্দিগাঁও গ্রামে বাচ্চাদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় দুই ছাত্রীসহ ৩জন আহত  » «   বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  » «   রমজান উপলক্ষে জুলকার নায়েন ফাউন্ডেশন দোয়ার বই ও খেজুর বিতরণ  » «   ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   মাদানী ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জের পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ভাংচুর, আটক ৫; পুলিশের ২৭ রাউন্ড ফাঁকা গুলি  » «  

বগুড়ায় মসজিদে গুলিতে নিহত মুয়াজ্জিনের দাফন সম্পন্ন

5সিলেটপোস্ট রিপোর্ট :বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় শিয়াদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।নিহত মুয়াজ্জিন মো: মোয়াজ্জেম হোসেন (৬৫) এর লাশ শুক্রবার পরিবারের কাছে হস্থান্তর করার পর বেলা সাড়ে ৩টায় জানাজা নামাজ শেষে শিয়া মসজিদের আঙ্গিনায় দাফন করা হয়েছে। এ ঘটনায় মসজিদ কমিটি আজ একটি মামলা দায়ের করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক। ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ তিনজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন। তাদের অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকগণ।বৃহস্পতিবারের গুলিবর্ষণের ঘটনায় শিয়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সোনা মিয়া (৩২) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত হরিপুর গ্রামের মান্নান কসাইয়ের ছেলে স্থানীয় আলাদীপুর মাদরাসা ছাত্র জুয়েল, গুপিনাথপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মিনহাজ ও মাঝিহাটের আনোয়ার হোসেন নামে তিনজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।নিহত মোয়াজ্জেম হোসেনের স্ত্রী কমলা, পুত্র শাহাজুল (৩৫) ও কন্যা সাজেদা (২৬) রয়েছেন। সামান্য জমিচাষ ও মসজিদের চাকরির টাকায় তার সংসার চলতো। ছেলে টাঙ্গাইলের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। পিতার মুত্যু সংবাদ জেনে বাড়ি এসেছেন। শুক্রবার সকাল থেকে মোয়াজ্জেম হোসেনের স্মরণে ইমামবাড়ায় কালো পতাকা উড়ানো হয়েছে।
শিয়া মসজিদের মুসুল্লি আফছার আলী, রজমান আলী, আলী আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন জানান, নিরাপত্তাহীনতায় তারা আতঙ্কে রয়েছেন। প্রতিদিন ফজরের জামায়াতে ৩০-৩৫ জন নামাজ আদায় করলেও হামলার পর শুক্রবার ফজরের নামাজের সময় ওই মসজিদে মাত্র দু’জন নামাজ আদায় করেন। আতঙ্কে লোকজন মসজিদে আসছেন না।
এ ব্যাপারে হরিপুর ই্মামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিয়া মসজিদের সভাপতি মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডল সাংবাদিকদের জানান, দুর্বৃত্তদের টাগেট ছিল আমার উপরে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।প্রত্যক্ষদর্শী মুসল্লি আলী আহমেদ বলেন, তিন যুবক মসজিদে প্রবেশ করে প্রথমে গ্রিলের দরজা বন্ধ করে দেয়। এরপর মসজিদের প্রধান দরজা থেকে গুলিবর্ষণ করে। এরপর তারা মসজিদের দক্ষিণ পাশের অজুখানার প্রাচীর টপকে মাঠের মধ্যে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী সাবিনা আকতার জানান, ওই তিন যুবক আছরের নামাজের সময় থেকে মোটরসাইকেল নিয়ে মসজিদের আশেপাশে ঘোরা ফেরা করছিল। সন্ধ্যার আগেও তাদেরকে মসজিদের পিছনের মাঠে গল্প করতে দেখা গেছে। সন্ধ্যার পর মসজিদে গুলি করে দৌঁড়ে পালানোর সময় মহিলারা ধর ধর বলে চিৎকার করলেও কোনো পুরুষ মানুষ না থাকায় তাদেরকে ধরা যায়নি।প্রত্যক্ষদর্শী অন্য মহিলারা জানান, ওই তিন যুবক মসজিদের পিছনের মাঠ দিয়ে দৌঁড়ে জয়পুরহাট সড়ক দিয়ে পালিয়ে গেছে।মসজিদে গুলিবর্ষণের ঘটনার পর থেকে শুধু হরিপুর গ্রাম নয়, বগুড়া জেলার সাতটি স্থানে বসবাসকারী প্রায় দুই হাজার শিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এই সম্প্রদায় পরিচালিত আল মাহাদি শিক্ষাকেন্দ্রের পরিচালক মাওলানা মোজাফ্ফর হোসেন।তিনি জানান, হরিপুর ছাড়াও বগুড়া শহরের সবুজবাগে দুটি, মহাস্থানগড় এলাকায় একটি, শিবগঞ্জের বেলাই গ্রামে তিনটি প্রতিষ্ঠান রয়েছে শিয়া সম্প্রদায়ের। এসব প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, হরিপুর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শিয়া সম্প্রদায়ের অন্যান্য প্রতিষ্ঠানেও নিরাপত্তা দেয়া হচ্ছে।পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই) বগুড়া অফিসের ইনচার্জ এডিশনাল এসপি মো: আকতারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পয়েন্ট ২২ বোরের ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কোনো জঙ্গী সংগঠন এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.