সংবাদ শিরোনাম
সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায়  রাসুল (সা.) এর আদর্শের কোনো বিকল্প নেই-সিলেট বিভাগীয় কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি- লুৎফুর, সাধারণ সম্পাদক-জহুরুল, কোষাধ্যক্ষ ফয়সল  » «   ডিম, সোনালি ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার  » «   মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার  » «   আজকে সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ স্থগিত পরবর্তী ১৭ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে  » «   গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী  » «   ওসমানীনগরে আ,লীগ নেতা মুকিদের বিরোদ্ধে প্রবাসী মহিলার টাকা আত্নসাতের অভিযোগ!  » «   শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «  

পৌর নির্বাচনে গণসংযোগে নামছেন খালেদা জিয়া

8সিলেটপোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে গণসংযোগে নামছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবেশ অনুকূলে থাকলে রাজধানীর আশপাশের পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার মধ্যদিয়েই প্রচারাভিযান শুরু করবেন তিনি। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নেতারা রোডম্যাপ তৈরি করছেন। তবে কখন কোন এলাকায় তিনি যাবেন তা স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত করা হবে।
নেতাকর্মীদের প্রত্যাশা, বেগম খালেদা জিয়া নির্বাচনী মাঠে নামলে পরিস্থিতি পাল্টে যাবে। মামলা-হামলার কারণে যেসব নেতাকর্মী এলাকাছাড়া, তারা নির্বাচনী মাঠে ফিরে আসার সাহস পাবেন। তৃণমূল কর্মী-সমর্থকদের মাঝে চাঙ্গাভাব ফিরে আসবে।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকার আশপাশে যেসব পৌরসভায় নির্বাচন হবে, এর মধ্যে রয়েছে ঢাকা জেলার ধামরাই ও সাভার, নারায়ণগঞ্জের তারাব ও সোনারগাঁ, মানিকগঞ্জ সদর ও সিংগাইর, মুন্সিগঞ্জ সদর ও মিরকাদিম, নরসিংদী সদর, মাধবদী, মনোহরদী প্রমুখ। একই দিন সারাদেশে ২৩৬টি পৌরসভায় নির্বাচন হবে।সূত্র জানায়, আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা ও সার্বিক তদারকির লক্ষ্যে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ১৯টি টিম। বৃহত্তর ১৯ জেলার প্রতিটিতে একটি করে টিম কাজ করছে। তারা স্থানীয়ভাবে নির্বাচনকেন্দ্রিক যাবতীয় তথ্যকেন্দ্রে পাঠানো শুরু করেছেন। প্রশাসনসহ ক্ষমতাসীন দলের কোনো নেতা নির্বাচনী আচরণবিধি লংঘন করছে কিনা তা লক্ষ্য রাখবে এই কমিটি। বিএনপি নেতাকর্মীদের হয়রানিসহ যাবতীয় অনিয়ম কেন্দ্রে অবহিত করবেন তারা। এদিকে সারা দেশে নির্বাচন মনিটরের জন্য কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। সারাদেশ থেকে প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে তুলে ধরাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে চাপে রাখতে যে কোনো অনিয়ম তাৎক্ষণিকভাবে তাদের (ইসি) অবহিত করা হবে।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন,‘ গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আসন্ন পৌরসভা নির্বাচনে যাচ্ছি আমরা। সারাদেশে নৌকা ও ধানের শীষের এ লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সবকিছুই করা হবে।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই তারা প্রচার চালাবেন। যেহেতু চেয়ারপারসন সরকারি কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করছেন না, তাই তার নির্বাচনী প্রচারে নামতে কোনো বাধা নেই। পরিবেশ অনুকূলে থাকলে দলের চেয়ারপারসন অবশ্যই এ সুযোগ কাজে লাগাবেন।সুষ্ঠু নির্বাচনে সংশয় প্রকাশ করে মাহবুব বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে নানা সংশয় রয়েছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে সন্দেহ ও আস্থাহীনতা আছে। সরকারের আইন-শৃংখলা বাহিনী, নির্বাচন কমিশনের অতীতের কার্যকলাপ উৎসাহব্যঞ্জক নয়।বেগম খালেদা জিয়া নামার পর ভোটের প্রচারে ক্ষমতাসীনদের চেয়ে বিএনপি কিছুটা এগিয়ে থাকবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। তাদের মতে, বাংলাদেশের মানুষের কাছে দুই নেত্রীর জনপ্রিয়তা তুলনাহীন। তারা সেখানেই যাবেন সেখানেই গণজোয়ার সৃষ্টি হবে। নির্বাচনী আচরণবিধিতে বেগম খালেদা জিয়ার প্রচার চালানোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি এই সুযোগটি কাজে লাগাবেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব হবে না। তাই বেগম খালেদা জিয়া ভোটের মাঠে নামলে সব হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।চূড়ান্ত প্রার্থীদের ওপর শেষ মুহূর্তের যাচাই-বাছাই চলছে। সংশ্লিষ্ট প্রতিনিধিরা প্রার্থী হিসেবে যাদের চূড়ান্ত করা হয়েছে, তাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে প্রার্থী হবেন তাদের ভোটার তালিকায় নাম ও ক্রমিক নং কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা বা কোনো ব্যাংকে ঋণ আছে কিনা তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো কারণেই যাতে প্রার্থিতা বাতিল না হয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। কারণ, দলটি মনে করে, ন্যূনতম অভিযোগে বিএনপির প্রার্থিতা বাতিল করা হতে পারে। যেহেতু একাধিক প্রার্থী দেয়ার সুযোগ নেই সে কারণে প্রার্থিতা বাতিল হলে ওই পৌরসভায় ক্ষমতাসীনরা ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ পাবে। সেই সুযোগটি দিতে চায় না বিএনপি। এদিকে কোনো কারণে দল সমর্থিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সেখানে বিকল্প প্রার্থীও রাখা হবে, যাতে স্বতন্ত্রভাবে তারা নির্বাচনের মাঠে থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.