সিলেটপোস্ট রিপোর্ট :নির্বাচন কমিশন (ইসি) একটি বিশেষ দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।আজ শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মঈন এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ প্রজন্ম দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতা-কর্মীরা এ কর্মসূচির আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে কিন্তু নির্বাচন অর্থবহ হবে না। অতীতেও আমরা দেখেছি, সরকারি নির্দেশে সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে এই নির্বাচন কমিশন একটি দলের স্বার্থে কাজ করেছে।’কর্মসূচিতে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ফলাফল কী হবে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। নির্বাচন যদি সুষ্ঠু হয়, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমরা ৮০ ভাগ পৌরসভায় জয়লাভ করব। আর যদি সেটি না হয় তাহলে শূন্যের কোঠায় নেমে আসবে।’ এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, সরকারি দলের আচরণবিধি লঙ্ঘন করাটাই হচ্ছে তাদের আচরণবিধি।সারাদেশের ২৩৪ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ নির্বাচন দলীয়ভাবে হচ্ছে।