সিলেটপোস্ট রিপোর্ট :জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে ডা. শফিক বলেন, “সরকার মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ। একজন সফল মন্ত্রী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন। দুই দুইবার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সরকার তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বায়বীয় অভিযোগে মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, মাওলানা নিজামীর বিরুদ্ধে সরকারের এটর্নী জেনারেল ‘নিজামীর আইনজীবী দোষ স্বীকার করে ফাঁসি থেকে রেহাই চেয়েছেন’ মর্মে মিথ্যাচার করেছেন।তিনি বলেন, সরকার সারা দেশেই জামায়াত-শিবিরের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করে কষ্ট দিচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের উপর চরমভাবে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সরকারের গ্রেফতার ও জুলুম-নির্যাতন থেকে ধর্মপ্রাণ পর্দানশীন মা-বোনেরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না।জামায়াত সেক্রেটারি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এবং নিজামীর বিরুদ্ধে সরকারের মিথ্যাচারের প্রতিবাদে আমি আগামী সোমবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
নিজামীর মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৬, ২০১৫ | ১২:২৪ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »