সিলেটপোস্ট রিপোর্ট :গাজীপুর চাঁদা দাবি করে গাজীপুরে অগ্রণী ব্যাংকের ১৪টি শাখায় লুটপাটের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা তাদের দলের অসুস্থ সদস্যের চিকিৎসা খরচ যোগাতে ব্যাংকের ১৪টি শাখার ব্যবস্থাপকের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে এ হুমকি দেয়। চাঁদা না দিলে লুটপাটের হুমকি দেওয়া হয়। দেশের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের নেতা পরিচয় দিয়ে এ হুমকি দেওয়া হয়।হুমকির শিকার ব্যাংকের শাখাগুলো হল- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা, কাওরাইদ, মাওনা, বরমী, রাজাবাড়ী, কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর, টোক নয়ন, ঘাগুটিয়া, কালীগঞ্জের দোলন বাজার, গাজীপুর সদর, ডুয়েট, কাশিমপুর, বোর্ড বাজার এবং টঙ্গী।
অগ্রণী ব্যাংক লিমিটেড গাজীপুর আঞ্চলিক শাখার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আব্দুর রহিম তালুকদার জানান, মুঠোফোন (০১৯৩৪৫১৭২১৫) থেকে ৩ লাখ অথবা ৫ লাখ টাকা করে চিকিৎসা খরচের কথা বলে চাঁদা দাবি করে। তারা দুটি বিকাশ নম্বর (০১৯৫৫২৮৭১১৭, ০১৯৮৯৪২২৯৪৪) দিয়ে নম্বর দুটিতে টাকা পাঠাতে বলে। না পাঠালে ব্যাংক ব্যবস্থাপক ও তাদের স্ত্রী-সন্তানদের হত্যা ও ব্যাংকের ভোল্ট ভেঙ্গে টাকা লুটের হুমকি দেয়।হুমকির পর বুধবার শ্রীপুর ও জয়দেবপুর থানায় ব্যংক ব্যবস্থাপকগণ একাধিক সাধারণ ডায়েরি করেছেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হুমকিদাতাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ব্যাংকগুলোকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।