সিলেটপোস্ট রিপোর্ট :পৌরসভা নির্বাচনে কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি।গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।তিনি বলেন, সব সময়ই ক্ষমতাসীনরা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করে। এবারও নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করেছে শাসক দলের লোকেরা।আচরণ বিধি লঙ্ঘনকারী সংসদ সদস্যদেরকে নির্বাচন কমিশনের দেওয়া নোটিশ প্রসঙ্গে ফখরুল বলেন, এসব নোটিশের চাইতে কমিশনের উচিত সম্পর্ণ নিরপেক্ষ থেকে ভূমিকা পালন করা।একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।