সিলেটপোস্ট রিপোর্ট :নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় অনলাইন যোগাযোগ মাধ্যম স্কাইপি, টুইটার ও ইমো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।রোববার রাত ৯টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সেবা বন্ধ করার নির্দেশ দেয়।বিটিআরসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও বন্ধ করে দেয়া হয়েছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ট্যাংগো, মাইপিপল ও লাইন বন্ধ করে দেয় সরকার।টানা ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ফেসবুক খোলার ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এখন আর নিরাপত্তা ঝুঁকি না থাকায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।তবে হোয়াটস অ্যাপ, লাইন, ট্যাঙ্গো ও ভাইবারসহ কিছু অ্যাপস আরো কিছুদিন বন্ধ থাকবে।