সিলেটপোস্ট রিপোর্ট :মেয়েদের একটি পপ মিউজিক ব্যান্ডকে যৌনকর্মী মনে করে আটক করা হয় যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে।ব্যান্ডটি দক্ষিণ কোরিয়ার। তারা অ্যালবাম কভার শুটিং করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তাদেরকে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ থামায়। ব্যান্ডের সদস্য ৮ জন। তাদের বয়স ১৬ থেকে ২১ এর মধ্যে। লাগেজ তল্লাশি করার পর যৌনকর্মী ভেবে তাদের ১৫ ঘণ্টা আটক রাখে কাস্টমস।ব্যান্ড সদস্যদের এজেন্টদের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিরর। ব্যান্ডের রেকর্ড প্রতিষ্ঠান ডব্লিউএম এন্টারটেইনমেন্ট বলেছে, তাদের কাছে অনেক পোশাক থাকায় অভিবাসন কর্তৃপক্ষ অতিরিক্ত মনোযোগ দেয়। প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, সম্ভবত তাদের অল্প বয়সের কারণে যৌন কর্মী ভেবে ভুল করেছিল কর্তৃপক্ষ। পরে ব্যান্ডের মেয়েদের ছেড়ে দেয়া হয়। আর তারা দক্ষিণ কোরিয়া ফিরে যান। এদিকে, ওই আটক করার নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে এজেন্সি।