সিলেট পোস্ট রিপোর্ট :ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় চতুরা গ্রাম থেকে গ্রেফতারকৃত চাঁদাবাজী মামলার এক আসামীকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর্থিক সুবিধা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে মামলার বাদী আব্দুল হাই এ অভিযোগ করেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, মামলার আপোষ নিস্পত্তির ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে মামলার দাবী করেছেন, পৌর মেয়রের চাপে থানায় মামলা থাকার পরও মুস্তাককে ছেড়ে দিয়েছে পুলিশ।জানা গেছে, শৈলকুপার চতুরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হাই একই গ্রামের বাদশার ছেলে মুস্তাকের নামে চাঁদাবাজী মামলা করেন। চাঁদার টাকা না পেয়ে মুস্তাক প্রায় আব্দুল হাইকে নানা ভাবে হুমকী দিয়ে আসছিল। এক পর্যায়ে শৈলকুপার স্থানীয় এমপি আব্দুল হাইয়ের নিকটাত্মীয় হওয়ার সুবাদে বুধবার মুস্তাককে পুলিশ গ্রেফতার করে।তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে যাওয়ার পরই পুলিশ গ্রেফতারকতৃ মুস্তাককে ছেড়ে দেয়। আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর চাপে পুলিশ তাকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান শীর্ষ নিউজকে জানান, তদন্ত করে দেখা গেছে চাঁদাবাজী মামলার অভিযোগ সত্য নয়। আর সামাজিক দলাদলির কারণে মামলাটি হয়তো করা হয়েছিল। তিনি মনে করেন পুলিশকে ভিকটিমাইজ করার জন্য এখন অভিযোগ করা হচ্ছে।উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, মুস্তাককে গ্রেফতারের পর ওসি স্যার আমার কাছে ফোন দিয়েছিলেন। সিআরপিসির ১৬৯ধারায় মামলা মিথ্যা হলে থানা থেকেই ওসি আসামীকে ছেড়ে দিতে পারে বলেও মাহফুজুর রহমান জানান। তবে মামলার বাদী আব্দুল হাই বলেন,তার সাথে আসামীদের কোন আপোষ রফা হয়নি। তাছাড়া পুলিশও আসামী ছাড়ার সময় তার সাথে কথা বলেন নি।
চাঁদাবাজী মামলার আসামী ছেড়ে দিলেন শৈলকুপার ওসি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৬, ২০১৫ | ৫:০৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »