এ প্রসঙ্গে পরিচালক রিয়াজুল রিজু বলেন, ‘সিনেমার মুক্তি নিয়ে কিছু আমলাতান্ত্রিক জটিলতা ছিল। সর্বশেষ গত ২৬ আগস্ট সেন্সরবোর্ডের সদস্য এবং কর্মকর্তারা চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হন। তারপরই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি’।
নির্মাতা আরো বলেন, ‘আসলে সিনেমার মুক্তি নিয়ে অনেক ভাবতে হয়েছে। প্রথমত ছবিটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার না। দ্বিতীয়ত, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা প্রায় কেউই মূল ধারার চলচ্চিত্রের নয়। তবে সবশেষে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি দিতে পেরে আমি খুব খুশি কারণ এটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত এক অসাধারণ প্রেমের উপাখ্যান’।
মাসুম রেজাসহ আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিনের চিত্রনাট্যে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে। সংগীতায়োজন করেছেন- এস আই টুটুল, সেতু চৌধুরী ও অমিত মল্লিক। কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক ও ফকির জহির উদ্দীন।