নৌবাহিনীর মসজিদ-হাসপাতালে হামলার ঘটনায় আটক ২

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৫, ১১:৫২ অপরাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট :চট্টগ্রাম নগরীর বন্দর থানার নাবিক কলোনিতে নৌবাহিনীর সংরক্ষিত এলাকার মসজিদে বোমা হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।আটক কৃতরা হলেন, নৌবাহিনীর ব্যাটম্যান রমজান ও বলপিকার মান্নান।আটককৃতদের জিজ্ঞাবাদের জন্য র্যাব হেফাজতে ঢাকা সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির বন্দর জোনের উপ কমিশনার হারুনুর রশিদ হাজারী।