সংবাদ শিরোনাম
৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «   ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   বড়লেখায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল ফোন ও টাকা ছিনতাই  » «   প্রত্যাশাকে হতাশায় পরিণত করা যাবে না-মোয়াজ্জেম হোসেন আলাল  » «  

সেই ওসি মতিয়ারের স্থলাবিষিক্ত কে হচ্ছেন!

1শরীফ আহমেদ,মৌলভীবাজার:মৌলভীবাজারের কুলাউড়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানকে প্রত্যাহার করা নেয়া হলেও এখন পর্যন্ত তার স্থলাবিষিক্ত কোন ওসিকে দায়িত্ব দেয়া হয়নি। এ নিয়ে পুরো কুলাউড়ায় আলোচনা সমালোচনা শীর্ষে জায়গা করে নিয়েছে। গত ১৭ ডিস্মেবর বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রত্যাহারের এ নির্দেশ আসে।নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, কুলাউড়ায় বিএনপি প্রার্থী কামাল আহমদ জুনেদ, স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির প্রার্থী মুহিবুর রহমান নির্বাচনে প্রশাসনকি প্রভাব তৈরির অভিযোগ এনে মতিয়ার রহমানকে প্রত্যাহার করতে ইসিকে আবেদন জানান।স্থানীয়রা জানান,মতিয়ার রহমানের পছন্দের মেয়র প্রার্থী ছিলেন। তিনি প্রকাশ্যে বলতেন আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচনে কুলাউড়ার মেয়র তার পছন্দের লোক নির্বাচিত হবেই। তার এমন বক্তব্যে স্থানীয়রা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশংকায় ছিলেন। এছাড়াও মতিয়ার রহমান উপজেলা চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তা স্থানীয় সিনিয়র নের্তৃবৃন্দের সাথে অসোভন আচরনের ব্যাপক অভিযোগ ছিল। মাঝে মধ্যে তিনি আ,লীগের সাধারণ সম্পাদক নিজেকে দাবি করতেন। কুলাউড়া পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের ফোনে হুমকি দুমকিও দিতেন। সম্প্রতি কুলাউড়ায় কয়েকটি সরকারী অনুষ্ঠানে বেসামাল বক্তব্য রেখে আরও বেশি আলোচনা সমালোচনায় শীর্ষে উঠেন। মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কমকর্তা কাজী মো.ইস্তাফিজুল হক আকন্দ বলেন, নির্বাচন কমিশন থেকে ওসিকে প্রত্যাহারের সুপারিশ পেয়ে সুপারিশের একটি কপি জেলা পুলিশ সুপারের নিকট প্রেরণ করলে সেটি কার্যকর হয়েছে।প্রাপ্ত তথ্য সুত্রে জানা যায়, কুলাউড়ার ওসি মতিয়ার রহমান যোগদানের পর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে তিন শতাধিক অভিযোগ রয়েছে। প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসীন আলী জেলা আইনসৃংঙ্খলা সভায় ১ মিনিট দাড় করে সতর্ক করেছিলেন। ইতিপূর্বে কয়েক দফা তার বদলির আদেশ আসলে উর্ধতন লবিং করে বহাল ছিলেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এবার তাকে তাৎক্ষনিক বদলির আদেশ আসে নির্বাচন কমিশন থেকে। শেষ পর্যন্ত আর রক্ষা হল না। তার তাৎক্ষনিক বদলির খবরে পুরো উপজেলার বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আলোচনা সমালোচনার শীর্ষে শুধু দুর্নীতিবাজ ওসি মতিয়ার প্রত্যাহার। কুলাউড়ার পৌরশহরের অধিকাংশ সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিবাজ ওসি মতিয়ারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার স্থলাবিষিক্ত কোন ওসি আসছেন না। তবে নির্বাচনকালীন সময় কুলাউড়ায় একজন সৎ পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়ার জোর দাবি জানান। সহকারী পুলিশ সুপার (এএসপি) কুলাউড়া সার্কেল জুনাইদ আলম সরকার রোববার দুপুরে সেলফোনে জানান,মতিয়ার রহমানকে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে প্রত্যাহার করে নেয়া হয়েছে। নতুন ওসি আসতে পারে আবার না আসতে পারে। ওসি (তদন্ত) ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.