সিলেটপোস্ট২৪রিপোর্ট :মিশরের শীর্ষস্থানীয় ফুটবল দল জামালেক খারাপ রেফারিং এর অভিযোগ তুলে প্রিমিয়ার লীগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।গত মওসুমে চ্যাম্পিয়ন হয়েছিলো এই জামালেক।রোববার সন্ধ্যায় এক ম্যাচে হেরে যাওয়ার পর তারা ঘোষণা দিয়েছে যে এই মওসুমে তারা আর খেলছে না।ওই ম্যাচে তারা এল গাইশের কাছে ৩-২ গোলে হেরে গেছে।কায়রোভিত্তিক এই ক্লাবটি বলছে, খেলা শুরু হওয়ার চার মিনিটের মাথায় তাদের বিরুদ্ধে প্রথম যে পেনাল্টি দেওয়া হয়েছে এবং তাদের খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠএনা হয়েছে রেফারির এই সিদ্ধান্তের সাথে তারা একমত নন।এই ম্যাচে জামালেকের বিরুদ্ধে দুটো পেনাল্টি পায় এল গাইশ।
ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, খেলা শুরু হওয়ার আগেই এই রেফারির ব্যাপারে তারা আপত্তি জানিয়েছিলো।মিশরের ফুটবল কর্তৃপক্ষ বলছে, এব্যাপারে জামালেকের পক্ষ থেকে এখনও তাদেরকে কিছু জানানো হয়নি।এর আগে এ বছরের শুরুর দিকে রাজধানী কায়রোতে একটি ফুটবল ম্যাচ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ২৫ জন দর্শক নিহত হয়।
সূত্র: বিবিসি