সিলেটপোস্ট২৪রিপোর্ট :ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন আসামিরা। আদালতে তাঁরা বলেছেন, রাজীব হত্যার বিষয়ে তারা কিছুই জানতেন না।মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদের আদালতে আত্মপক্ষ সমর্থন করে এ মামলার অভিযোগপত্রভুক্ত সাতজন আসামি এ দাবি করেন।তাঁরা হলেন- মুফতি জসীম উদ্দিন রাহামানী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক। এঁরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।সোমবার ব্লগার রাজীব হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলকারী তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী নিবারণ চন্দ্র বর্মণের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ ডিবির পরিদর্শক নিবারন চন্দ্র বর্মনকে আসামিপক্ষে জেরা করা হয়।এরপর রাষ্ট্রপক্ষে আর অন্য কোনো সাক্ষী না থাকায় আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীর কালশীর পলাশনগরে বাসার সামনে রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়। গত বছরের ২৯ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় ডিবি। এতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আটজনকে আসামি করা হয়।
ব্লগার রাজীব হত্যায় নিজেদের নির্দোষ দাবি আসামিদের
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২২, ২০১৫ | ৩:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »