সিলেটপোস্ট২৪রিপোর্ট :পদ্মা সেতু নির্মাণ কাজে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য ও সৌদি আরবের জেদ্দা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজি রহিম উল্যাহ ও তার ব্যক্তিগত সহকারী মাসুদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ভুক্তভোগী সোনাগাজী বাজারের ব্যবসায়ী ও উপজেলা পর্যটন লীগের নেতা শহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের কারেন।মামলার বাদীর আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য রেখেছেন দিয়েছেন। আদালতের আদেশে মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারণ হবে।এ ব্যাপারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, সংসদ সদস্য রহিম উল্যাহর বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানালেও তার ক্ষমতার দাপটের কাছে সবাই অসহায়। তিনি সৌদি আরবে এলাকার একাধিক লোককে নিয়ে চাকরি (কাজে লাগিয়ে) করিয়ে টাকা পরিশোধ করেননি।অন্যদিকে, হাজি রহিম ঊল্যাহ বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার মর্যাদা ক্ষুন্ন করতে এই ধরনের মিথ্যা মামলা দায়ের করেছে। এর বিরুদ্ধে আইনি লড়াই করবেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ফেনীতে আ’ লীগের এমপির বিরুদ্ধে মামলা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২২, ২০১৫ | ৬:৫৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »