সিলেটপোস্ট২৪রিপোর্ট :শিগগিরই মা হতে যাওয়ার খবর প্রকাশ করায় গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ হয়েছেন বলিউড তারকা সানি লিওন।সম্প্রতি প্রকাশিত গণমাধ্যমের ওই সংবাদে রীতিমতো হতভম্ব হয়েছেন তিনি। ওই খবরকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সাবেক এই পর্নো তারকা জানিয়েছেন- এই মুহূর্তে সন্তান নেওয়ার কথা ভাবছেন না তিনি। সানি লিওন বলেন, কে বললো এই মুহূর্তে আমি মা হতে যাচ্ছি? আমি আমার বৈবাহিক জীবনে ভালো আছি। বলিউডে সময়ের ব্যস্ততম এই তারকা বলেন, আমিও সন্তান নিতে চাই, ভালো একটি সংসার করতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি সন্তানসম্ভাব্য নয়। তাই শিগগিরই মা হচ্ছি না। নিজের অবস্থান আবারও পরিষ্কার করে সানি বলেন, আমি জানিনা- কেন যে কেউ কেউ আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেন! তিনি বলেন, আমি আর সব নারীর মতোই চলাফেরা করি। কিন্তু তার মানে এই নয় যে- এখনই কিছু ঘটতে যাচ্ছে।
শিগগিরই মা হচ্ছি না: সানি লিওন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৪, ২০১৫ | ১২:৫৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »