সিলেটপোস্ট২৪রিপোর্ট :প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ভাষায়, ‘হাসিনা-রকিবের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এর আগে হাসিনা আর রকিব মার্কা নির্বাচন জনগণ গ্রহণ করেনি।’
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ‘দ্বি-বার্ষিক কাউন্সিল যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান এক নিকৃষ্ট স্বৈরশাসক জগদ্দল পাথরের মত বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে। স্বাধীনতার চেতনা যে স্বাধীন গণমাধ্যমের মধ্যে নিহিত সেই গণমাধ্যমকে এই সরকার গলাটিপে হত্যা করেছে।তিনি বলেন, সরকার বিরোধী অনলাইন বন্ধ করে দেয়ার জন্যই অনলাইন পত্রিকার নিবন্ধনের আয়োজন করা হয়েছে।
খালেদা জিয়া বলেন, সুশাসন, মৌলিক অধিকার, মানুষের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত।খালেদা জিয়া বলেন, সমাজের কোথাও ন্যায় বিচার নেই। দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। দেশে গুম, খুন, হামলা, মামলা কায়েম করা হয়েছে।