সিলেটপোস্ট২৪রিপোর্ট :নবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ গণসংযোগ করেন। গণসংযোগ শেষে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাহাঙ্গীর আলী’র পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর হোসেন চৌধুরী, সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম রুমেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমদ মিলু, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাত চৌধুরী আজাদ, আদনান খান হেলাল, সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান রনি, শ্রমিকলীগ নেতা দিলশাদ আহমদ, আব্দুল আউয়াল, আজিজুর রহমান, সুজাত মিয়া, তালেব উদ্দিন, আবু সালেহ, আলমগীর খান প্রমূখ।