সিলেটপোস্ট২৪রিপোর্ট :আসছে নতুন বছর। সবাই-ই চায় নতুন বছরে নিজেকে নতুন করে তৈরি করতে।নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে নিজেকে আরো শুদ্ধ করে নিতে চায় সবাই। তবে নিজেকে আরো নতুনভাবে সাজাতে গেলে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে তা হয়তো অনেকের অজানা।তাই নতুন বছরে নিজেকে নতুন করে সাজাবার জন্য যেসব বিষয়ের দিকে আপনার নজর দেওয়া প্রয়োজন, সেসব নিয়ে সাজানো হল এ প্রতিবেদন।
* আপনার নতুন কোনো শখ নিয়ে ভাবুন, যাতে আপনি আরো বেশি খুশি থাকবেন।
* অফিস থেকে কোনো কাজ বাসার জন্য বয়ে নিয়ে আসবেন না। অফিসেই সব শেষ করে তবেই ফিরুন।
* সংশয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
* স্বাস্থ্যকর খাবার খান।
* যে আপনাকে খুশি রাখবে তার সঙ্গে সময় কাটাবেন।
* নিজের মধ্যে নিজেকে মাঝে মাঝে ডুবিয়ে রাখুন, একান্ত ভাবনায়।
* কাজ থেকে মাঝে মাঝে একদিন কিংবা দুইদিন বিশ্রাম গ্রহণ করুন।
* আপনার ঘরকে সবসময় পরিচ্ছন্ন রাখুন।
* প্রত্যহ-ই বই পড়ার জন্য সময় বরাদ্দ রাখুন।
* একখানেই আবদ্ধ জীবনযাপন থেকে বিরত থাকুন।
* যেখানে কখনো যাননি, বেড়ানোর জন্য সেসব স্থান নির্বাচন করুন।
* সবসময় আপনার কাজের প্রতি খেয়াল রাখবেন। সেগুলো যেন রুচিসম্পন্ন হয়।
* বড় হোক ছোট হোক, এমন কিছু করুন যাতে আপনি গর্ব অনুভব করেন।
* অসহ্য কোনো কিছু থেকে মুক্তি পাবার ফলদায়ক পথ বাছুন।
* সবকিছুই গম্ভীরভাবে নেবার প্রয়োজন নেই।
* নিজের পছন্দের ব্যায়ামটি নিয়মিত করুন।
* নতুন স্বাদের কিছু খাওয়ার চেষ্টা করুন সবসময়।
* কিছু শুরু করলে সেটা পূর্ণাঙ্গভাবে শেষ করার চিন্তা মাঝে মাঝেই করুন।
* আপনার ক্যারিয়ারের লক্ষ্যটা সবসময় মনে করুন।
* ক্ষমা প্রদর্শন করার চেষ্টা করবেন।
* চারিদিকের প্রয়োজনীয় খবরের সঙ্গে নিজেকে আপডেট রাখুন।
* পরিবার এবং বন্ধুদের প্রয়োজনে পাশে থাকুন।
* ব্যাংকে সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলাটা আপনাকে আরো বেশি চিন্তামুক্ত হতে সাহায্য করবে।
* যেকোনো প্রাণী পালন করুন। যেমন বিড়াল, কবুতর, ইত্যাদি।
* সব সিদ্ধান্তেই নিজের কাছে জানতে চান, আপনি কি চাচ্ছেন।
* ধীরস্থিরভাবে সকল কিছু চিন্তা করুন।