
বিপাশা বসু : এ বছর আমি মাসে একদিন মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতিজ্ঞা করেছি। এবং চেষ্টা করব এটি যেন সারা জীবন করতে পারি। শরীরকে ফিট রাখার জন্য আমি এমন প্রতিজ্ঞা করেছি। এটিই আমার একমাত্র এবং সবচেয়ে বড় দোষ।
এশা গুপ্তা : আমি ঝামেলামুক্ত এবং সুখী থাকতে চাই। যদিও এটি নতুন বছরের কোনো প্রতিজ্ঞা নয়। কিন্তু আমি সাধারণভাবেই এটিই অনুসরণ করতে চাই। পাশাপাশি পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চাই।
অমিত সাধ : নতুন বছরে আমি একটি মেয়ে খুঁজে তাকে বিয়ে করতে চাই।
নেহা ধুপিয়া : নতুন বছরে আমি ডিজিটাল প্রযুক্তি থেকে দূরে থাকতে চাই। বিশেষ করে যখন আপনজনদের সঙ্গে থাকব।
পুলকিত সম্রাট : কোনো প্রতিজ্ঞা নেই। কারণ সেগুলো কাজ করে না। ৩০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি।
অদিতি রাও হায়দারি : আমি কোনো প্রতিজ্ঞা করি না। আমি শুধু সবচেয়ে ভালোভাবে জীবনকে উপভোগের জন্য আমার শক্তি ব্যয় করি।
সোফি চৌধুরী : আমার প্রতিজ্ঞা আরো পরিশ্রম করা এবং প্রতি মুহূর্ত পুরোপুরি উপভোগ করা। আমি আমার শোয়ের কল্যাণে অনেক জায়গায় ভ্রমণ করেছি। তবে আমি নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে চাই। এবং ২০১৬ সালে অনেক গান প্রকাশ করতে চাই।
টাইগার শ্রোফ : আমার বাবা-মা কে তাদের জীবনের সবচেয়ে সেরা বছরটি উপহার দিতে চাই।
কৃতি স্যানন : খুব তাড়াতাড়ি আমার দিন শুরু করতে চাই। আমার মনে হচ্ছে ইদানিং অনেক রাত জাগছি যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এই অভ্যাস পরিবর্তন করে সকাল বেলা ঘুম থেকে উঠতে চাই।
আয়ুশমান খুরানা : আমি নতুন বছরের প্রতিজ্ঞায় বিশ্বাস করি না। আমার কাছে প্রতিটা দিনই একটি নতুন দিনের শুরু। এ বছর আমি নিজেকে নতুন করে আবিস্কার করা এবং সুখে থাকার চেষ্টা করে যাব। আমার মনে হয় এটাও এক ধরনের প্রতিজ্ঞা।
রিচা চাড্ডা : আমার নতুন বছরের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিদিন আধা ঘণ্টা করে মেডিটেশন করা।
আলি ফজল : নতুন বছরে আমার প্রতিজ্ঞা অস্থিতিশীল একটি দেশে মাথা উচুঁ করে চলার চেষ্টা করা। কাজের ক্ষেত্রে অনেক কিছু করছি। বছরটি অনেক ব্যস্ততার মধ্যে যাবে। তাই শারীরিকভাবে ঠিক থাকার চেষ্টা করছি।
স্বারা ভাস্কর : আমার নতুন বছরের প্রতিজ্ঞা নিজেকে চাপমুক্ত ও স্থির রাখা এবং মেডিটেশন শেখা। ২০১৫ সালে অনেক কাজ করেছি কিন্তু চাপও গেছে প্রচুর। ফলে শারীরিকভাবে অনেক ধকল পোহাতে হয়েছে। আমি জন্ডিসে আক্রান্ত হয়েও শুটিং করেছি। এই বছরে তার পুনরাবৃত্তি করতে চাই না। ২০১৬ সালে চাপমুক্ত এবং সুস্থ থাকার প্রতিজ্ঞা করছি।