সিলেটপোষ্ট রিপোর্ট :বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বিশ্ব ইজতেমা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি আরো বলেন, ‘টঙ্গী বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী দেশ-বিদেশের অগণিত ধর্মভিরু মানুষের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির জন্য বিশ্ব ইজতেমায় বাংলাদেশসহ সারাবিশ্ব থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে ঢাকার অদুরে তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। মহান আল্লাহ’র নামে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোমিন-মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েত উপলক্ষে আমি আল্লাহ’র দরবারে দোয়া করছি।বিশ্বের সকল মানুষ যেন হিংসা, বিদ্বেষ,সংঘর্ষ, সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখি ও আনন্দময় জীবন-যাপন কররে পারে।’
অপর এক বাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন। তিনি দেশ বিদেশ থেকে আসা ইজতেমা ময়দানে লাখো লাখো মুসলমানরা যাতে নির্বিঘেœ নামাজ, জিকির-আজগর সম্পন্ন করতে পারেন সেইজন্য মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করেন।