সিলেটপোষ্ট রিপোর্ট :অষ্টম জাতীয় বেতন কাঠামোর গ্রেড অবনমন প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে আজ রোববারও সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা।
এই কর্মসূচি থেকে অষ্টম জাতীয় বেতন কাঠামোর গ্রেড অবনমন প্রত্যাহার না করলে ১৫ জানুয়ারি গণছুটিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মবিরতিতে নেতৃত্ব দিচ্ছেন অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল।
এরআগে ৭ জানুয়ারি থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
৫ম দিনের মতো আজ সকালে এই কর্মবিরতি পালন করলো তারা।
এরপর ১২ থেকে ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে।
১৪ তারিখের মধ্যে এই দাবি মেনে না নেয় তাহলে ১৫ তারিখে কঠোর কর্মসূচি ঘোষণা করবে তারা।
আন্দোলনকারীরা বলেন, ১৫ তারিখে পূর্ণ কর্মবিরতিসহ ট্যাস্ক কার্যক্রম, পেমেন্ট সিস্টেম, আমদানি-রপ্তানিসহ সংশ্লিষ্ট ছিআইপি তথ্য ও পরিদর্শন কার্যক্রম বন্ধ রাখা হবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কাউন্সিলর সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিক।