সংবাদ শিরোনাম
জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «   ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   বড়লেখায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মোবাইল ফোন ও টাকা ছিনতাই  » «  

ভারতকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

2সিলেটপোষ্ট রিপোর্ট :অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ওয়ানডেতে বড় স্কোর করেও হার ঠেকাতে পারেনি ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ দারুণ জয়ে শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া।

মঙ্গলবার পার্থে সফরকারী ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা।

ভারতের ছুড়ে দেওয়া ৩১০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ এবং জর্জ বেইলির শতকে ৪ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পার্থের ওয়াকায় সেঞ্চুরি করেন রোহিত শর্মা। তার অপরাজিত ১৭১ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে।

অজিদের বিপক্ষে তাদের মাটিতে ভারতের এটিই সর্বোচ্চ রানের ইনিংস।

শুধু সেঞ্চুরিই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংস খেলেছেন রোহিত। ১৬৩ বলে ১৩টি চার আর ৭টি ছক্কায় তিনি ১৭১ রান করে অপরাজিত থাকেন।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি। ওপেনার শিখর ধাওয়ান ব্যক্তিগত ৯ রান করে ফিরে যান। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি খেলেন ৯১ রানের দারুণ এক ইনিংস। ৯৭ বলে সাজানো তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। ধোনির ব্যাট থেকে আসে ১৮ রান। ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

জয়ের জন্য ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া দলীয় ৯ রানের মাথায় ওপেনার অ্যারন ফিঞ্চ এবং দলীয় ২১ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে হারায়। সেখান থেকে ২৪২ রানের জুটি গড়ে অজিদের রানের চাকা সচল রাখেন বেইলি-স্মিথ।

দলীয় ২৬৩ রানের মাথায় বেইলি ১২০ বলে ৭টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়ে ১১২ রান করে বিদায় নেন। গ্লেন ম্যাক্সওয়েল ৬ রান করে সাজঘরে ফিরলেও জয়ের দিকে দলকে টেনে নেন দলপতি স্মিথ। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৯ রান করেন তিনি। তার ১৩৫ বলের ইনিংসে ছিল ১১টি চার এবং ২টি ছক্কা। শন মার্শ ১২ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে অভিষিক্ত বরিন্দার স্রান সর্বোচ্চ ৩টি উইকেট দখল করেন। এছাড়া ২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের বিপক্ষে ১৫ জানুয়ারি ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.