সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডের লিপ্ত থাকায় পাঁচ নারী ও এক পুরুষ আটক  » «   জনগণের অধিকার প্রতিষ্ঠা বিএনপি জনগণের পাশে আছে : আব্দুর রাজ্জাক  » «   ৩০ বছর ধরে মিটাভারাং ও মজলিশপুরসহ অর্ধশত গ্রামের মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন  » «   ফ্যাসিসদের বিচারহীনতার সংস্কৃতিই ধর্ষণের কারণ-কয়েস লোদী  » «   সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত  » «   দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসিম-কমিশনার রেজাউল করিম  » «   ফুটপাত দখলমুক্ত আন্দোলনে ব্যবসায়ীদের সমর্থন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি  » «   সিলেট মহানগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  » «   ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে-কয়েস লোদী  » «   ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের আহ্বান জানালেন কাইয়ুম চৌধুরী  » «   ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন  » «   শিক্ষক জাতি গঠনের অন্যতম কারিগর-জেলা প্রশাসক  » «   পদত্যাগ করার পর যে সব কথা বললেন নাহিদ  » «   জগন্নাথপুরে ভূমিখেকো আ. লীগের সাথে ছাত্রদল নেতা মিলিত হয়ে কৃষক পরিবারকে মারধর ও হয়রানি  » «  

হলিউড ২০১৬ : যেসব চলচ্চিত্রের অপেক্ষায় পুরো দুনিয়া

16সিলেটপোষ্ট রিপোর্ট :প্রতিবছরের মতো আরেকটি দুর্দান্ত বছর কাটিয়েছে হলিউড। বিশ্ববাজারে হলিউডি চলচ্চিত্রগুলো প্রায় ৩৯ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে।

গত বছর পৃথিবী দেখেছে স্টার ওয়ারস : ফোর্স অ্যাওয়েকেনস, জুরাসিক ওয়ার্ল্ড, অ্যাভেঞ্জারস ২ : এইজ অব আলট্রন, মিনিয়নসের মতো বক্স অফিস কাঁপানো সব ছবি। ২০১৬ সালে হলিউড তার পসরা আরো ভারী করে নিয়ে আসছে দর্শকদের সামনে। এরই মধ্যে আসন্ন ছবিগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সর্বত্র।

খুব সম্প্রতি ফ্যানড্যাঙ্গো নামক একটি জনপ্রিয় ওয়েবসাইট দর্শকদের জরিপের ভিত্তিতে ২০১৬ সালের সবচেয়ে কাক্সিক্ষত দশটি চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে। মজার বিষয় কি জানেন, ১০টি ছবির প্রত্যেকটিই হয় সিক্যুয়েল, কিংবা রিমেক!

রোগ ওয়ান : এ স্টার ওয়ার্স স্টোরি ২০১২ সালে ওয়াল্ট ডিজনি লুকাস ফিল্ম কিনে নেয়ার পর স্টার ওয়ারস সিরিজটিকে পুনর্জন্ম দান করে। গত বছর মুক্তি পায় জে জে আব্রামসের পরিচালনায় ‘স্টার ওয়ার্স : ফোর্স অ্যাওয়েকেনস’, যা এরই মধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে ‘অ্যাভাটারে’র রেকর্ড ভেঙে সব চেয়ে বেশি উপার্জনকারী চলচ্চিত্রে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর মুক্তি পাচ্ছে স্টার ওয়ারস সিরিজের প্রথম স্পিন অব চলচ্চিত্র ‘রোগ ওয়ান : এ স্টার ওয়ারস স্টোরি’।

ছবিটি পরিচালনায় আছেন ‘গডজিলা’ গ্যারেথ এডওয়ার্ডস এবং অভিনয়ে রয়েছেন ফেলিসিটি জোনস, ডিয়েগো লুনা, রিজ আহমেদের মতো তারকারা। তবে ছবির জন্য অপেক্ষা দীর্ঘ, ১৬ ডিসেম্বর!

ফাইন্ডিং ডোরি : ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাইন্ডিং নিমো’ চলচ্চিত্রটি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। প্রায় ১৩ বছর পর এর দ্বিতীয় কিস্তি ‘ফাইন্ডিং ডোরি’ নিয়ে হাজির হয়েছেন পরিচালক অ্যান্ড্রিউ স্ট্যানটন।

ছবির কাহিনী আবর্তিত হবে প্রথম কিস্তিতে নিমোর বাবাকে সাহায্যকারী ডোরি নামক একটি রেগাল ব্লু ট্যাং মাছের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে। পিক্সার এবং ওয়াল্ট ডিজনির যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি মুক্তি পাবে জুন মাসের ১৭ তারিখে।

ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস

ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ম্যান অব স্টিল’-এর সিক্যুয়েল এ চলচ্চিত্রটি। ব্যাটম্যান হিসেবে বেন অ্যাফ্লেক, লেক্স লুথার হিসেবে জেসে আইসেনবার্গকে নির্বাচন থেকে শুরু করে ট্রেইলার নিয়ে ভক্তদের অসন্তুষ্টি, সব সময়েই চলচ্চিত্রটি ছিল টেবিলের প্রধান আলোচনার কেন্দ্রে।

তারপরেও দর্শকদের জরিপে তৃতীয় স্থানে রয়েছে চলচ্চিত্রটি। অভিনয়ে বেন অ্যাফ্লেক, জেসে আইসেনবার্গের পাশাপাশি রয়েছেন সুপারম্যান চরিত্রে হেনরি কাভিল, ওয়ান্ডার ওম্যান চরিত্রে গাল গ্যাদত প্রমুখ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘৩০০’, ‘ওয়াচমেন’, ‘ম্যান অব স্টিল’ খ্যাত পরিচালক জ্যাক স্নাইডার। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই ছবিটি মুক্তি পাবে ২৫ মার্চ।

পঞ্চম জ্যাসন বর্ন চলচ্চিত্র

এসপিওনাজ জগৎ নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে বর্ন সিরিজের জনপ্রিয়তা আকাশচুম্বী। রবার্ট লুডলামের দুর্দান্ত থ্রিলারে ভর করে নির্মিত বর্ন সিরিজের পঞ্চম কিস্তিতে জ্যাসন বর্ন চরিত্রে ফিরে আসছেন ম্যাট ডেমন। জেরেমি রেনার অভিনীত সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘দ্য বর্ন লিগ্যাসি’ চলচ্চিত্রটি আশানুরূপ সাফল্য না পাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাট ডেমনকে ফেরত নিয়ে আসার সিদ্ধান্ত নেয়।

ছবির নাম এখনো স্থির করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। ‘বর্ন সুপ্রিমেসি’, ‘ক্যাপ্টেন ফিলিপ’-খ্যাত পরিচালক পল গ্রিনগ্র্যাস নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পাবে জুলাই মাসের ২৯ তারিখে।

ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ১৩তম চলচ্চিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ মুক্তি পাবে ৬ মে। ক্যাপ্টেন আমেরিকা ও আয়রনম্যানের মধ্যে দ্বন্দ্ব এ চলচ্চিত্রের প্রধান উপজীব্য। ‘অ্যাভেঞ্জারস ২ : এইজ অব আলট্রন’, ‘অ্যান্টম্যান’-এর ধারাবাহিকতায় আশা করা যাচ্ছে, এ চলচ্চিত্রও বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করবে। এ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় আবার জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের অভিষেক হচ্ছে।

চলচ্চিত্রে অভিনয় করেছেন ক্রিস রজার্স, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, জেরেমি রেনারসহ অনেকে। পরিচালনায় রয়েছেন রুশো ভ্রাতৃদ্বয়।

স্টার ট্রেক বিয়োন্ড জে জে আব্রামস ‘স্টার ওয়ারস : ফোর্স অ্যাওয়েকেনস’ পরিচালনা শুরু করায় স্টার ট্রেক সিরিজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ-খ্যাত জাস্টিন লিনের ওপর।

২০১৩ সালে ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ বক্স অফিসে ঝড় তোলার তিন বছর পর রুপালি পর্দায় আছে পরবর্তী চলচ্চিত্রটি। অভিনয়ে তাঁদের পূর্ব চরিত্রগুলোকে প্রাণদান করবেন ক্রিস পাইন, জ্যাকারি কুইন্টো, জো সালডানা প্রমুখ। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২২ জুলাই।

ইনডিপেনডেন্স ডে : রিসারজেন্স ১৯৯৬ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করে রোনাল্ড এমেরিখ নির্মিত ‘ইনডিপেনডেন্স ডে’। প্রায় ২০ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়েল। পৃথিবীতে এলিয়েনদের আক্রমণ নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জেফ গোল্ডব্লাম, বিল পুলম্যান, লিয়াম হেমসওয়ার্থ প্রমুখ অভিনেতা। পরিচালকের আসনে এবারও দুর্যোগ নিয়ে ছবি বানানোর ওস্তাদ কারিগর রোনাল্ড এমেরিখ। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২৪ জুন।

এক্স মেন : অ্যাপোক্যালিপ্স : ২৭ মে মুক্তি পাচ্ছে ‘এক্স মেন’ সিরিজের নবম চলচ্চিত্র ‘এক্স মেন : অ্যাপোক্যালিপ্স’। ব্রায়ান সিঙ্গার পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, মাইকেল ফ্যাসবিন্ডার, জেনিফার লরেন্স, অস্কার আইজ্যাক প্রমুখ। টোয়েনটিথ সেঞ্চুরি ফক্স প্রযোজিত এ চলচ্চিত্রে অনুপস্থিত থাকবে এক্স মেন সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হিউ জ্যাকম্যান অভিনীত উলভারিন চরিত্রটি।

জুল্যান্ডার ২ : বেন স্টিলার ও ওয়েন উইলসনের কমেডি চলচ্চিত্র জুল্যান্ডার মুক্তি পায় ২০০১ সালে। চলচ্চিত্রটির ব্যাপক দর্শকপ্রিয়তার কথা চিন্তা করে নির্মাতারা এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন। জুল্যান্ডার ২-এ ডেরেক এবং হ্যানসেল চরিত্রে আবারও রূপ দিতে যাচ্ছেন বেন স্টিলার ও ওয়েন উইলসন। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন উইল ফেরেল, পেনেলোপে ক্রুজের মতো জনপ্রিয় অভিনেতারা। বেন স্টিলার পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।

দ্য জাঙ্গল বুক : জন ফাভরেউ আবারও বড়পর্দায় নিয়ে এসেছেন মোগলি, বালু, বাঘিরা, শের খানের মতো জনপ্রিয় চরিত্রগুলোকে। ছোটদের জনপ্রিয় বই ‘দ্য জাঙ্গল বুক’-এর ওপর ভিত্তি করে নির্মিত এ অ্যানিমেশন চলচ্চিত্রটি বড়পর্দায় আসবে ১৫ এপ্রিল। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেবেন বিল মারে, বেন কিংসলে, ইদ্রিস এলবা, লুপিতা নিয়ং, স্কারলেট জোহানসনের মতো তারকারা।

এ ছাড়া এ বছর বক্স অফিস কাঁপাতে আরো আসছে ডেডপুল, সুইসাইড স্কোয়াড, দ্য হান্টসম্যান : উইন্টারস ওয়ার, জুটোপিয়া, নাউ ইউ সি মি ২, দ্য লিজেন্ড অব টারজান, ডক্টর স্ট্রেঞ্জের মতো চলচ্চিত্রগুলো। সব মিলিয়ে বলা যায়, হলিউডপ্রেমীদের জন্য একটি ব্যস্ত বছর কাটবে এই ২০১৬।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.