সিলেট পোস্ট রিপোর্ট :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেলের যে রুট রয়েছে, সেটি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই রুট পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এরই মধ্যে আজ মন্ত্রী এ বিষয়ে তার অবস্থান জানালেন। একই সঙ্গে তিনি আগামী মার্চে এই মেট্রোরেল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলেও জানান।