
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ীর সীমান্ত পিলার ১২২৭/১—এস এর নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় চৌদ্দ লক্ষ বাংলাদেশী নগদ টাকা উদ্ধার করা হয়। বিওপির জেসিও—৭৮৮৮ সুবেদার মো. মোক্তার আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই টাকা উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর জানান, আটককৃত বাংলাদেশী টাকা থানায় সাধারণ ডাইরী করে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।