
অনলাইনে জানুয়ারীর প্রথম দিন থেকে বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফ্যাস্ট-২০২৩ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। চলে ১০ তারিখ পর্যন্ত। এর মধ্যে সারাদেশ থেকে ২ শতাধিক বাইক রাইডার ক্যাম্পিং ফ্যাস্টে উপস্থিত হওয়ার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
ক্যাম্পিং ফ্যাস্টের এবারের আয়োজন সম্পর্কে বলতে গিয়ে সিলেট বাইকিং কমিউনিটির শাহিদ জামান জানান, ‘আমরা সারা বছরই বাইকারদের সচেতনতার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর শ্রীমঙ্গলে আমরা এই ব্যতিক্রমী ক্যাম্পিংয়ের আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ হচ্ছে সারাদেশের বাইকারদের মধ্যে ট্রাফিক আইন এবং সেইফটি বিষয়ে ধারনা দেওয়া। তা পালনে উৎসাহিত করা।’
ক্যাম্পিং ফ্যাস্ট উপলক্ষে ওয়েলকাম গিফট, র্যাফেল ড্র সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও খাবারের বিশাল আয়োজন করা হয়েছে।