ওসমানীনগর প্রতিনিধি::দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় লতিফুর রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লতিফ ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে মোল্লাপাড়া গ্রামের খালিকুর রহমানের পুত্র।মঙ্গলবার রাত ৯টার দিকে এদুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীই ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় দ্রুত উদ্ধার করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লতিফ মারা যান।
তবে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে তার নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।