
মঙ্গলবার(১৪ মার্চ) দুপুরে চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের আয়োজনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী। তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের জন্য জাতি আদর্শ মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমাদের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।
চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেননলক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমিরুল হক, আলহাজ্ব খলিলুর রহমান, আব্দুল কাদির,চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হক,ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জমির উদ্দিন মাসুক,ডা: এ আর খোকন,চকবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব হোসেন,চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম,সহকারী শিক্ষক সুফিয়া বেগম,নাজমা বেগম,নুরজাহান বেগম,,রফিকুল ইসলাম, ব্যবসায়ী মকবুল হোসেন, প্রাক্তন ছাত্র ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, নুর হোসন,আলীম উদ্দিন পলাশ, জাহাঙ্গীর হোসেন, জসিম উদ্দিন, জাকির হোসেন, লিটন আহমেদ, মনির হোসেন,সাইফুল ইসলামসহ আরোও অনেকে।
সভায় বক্তাগণ অবসর জনিত বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা সকলেই ভুয়সি প্রশংসা এবং দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনা করেন। বিদায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা উপহার দেওয়া হয়।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম, প্রথমে অতিথি ও সংবর্ধিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।