মীর শোয়েব আহমদ::সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জুয়া খেলা ও জুয়ার সাথে জড়িত অন্যান্য অপরাধের রোধ এবং জুয়ারীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ এপ্রিল ২০২৩ তারিখ রাতে কোম্পানীগঞ্জের টুকের বাজারে কোম্পানীগঞ্জ থানার এসআই(নিঃ) গোপেশ দাসের নেতৃত্বে এএসআই (নিঃ) বজলুল হুদা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে
১।মোঃ হোসেন মিয়া(৩৫), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-পশ্চিম টুকেরগাঁও,
২। মোঃ ইকবাল হোসেন(২৫), পিতা-মৃত সিদ্দিক মিয়া,
৩। মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা- মোঃ আলী আকবর,
৪। মোঃ রুস্তম আলী(৩৪), পিতা- মোঃ শুক্কুর মিয়া, সর্বসাং- টুকেরগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট,
৫। সজল শর্মা(৩৮), পিতা-মৃত বিধু ভূষণ শর্মা, সাং- মানিকপুর, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ
ও জব্দকৃত আলামত জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৪,৩৭০ (চার হাজার তিনশত সত্তর) টাকা, গাফলা খেলার গুটিসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা নং-২৩, তারিখ-২৭/০৪/২৩, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে।