প্রেস বিজ্ঞপ্তি :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, পবিত্র সিলেট নগরীকে বাস্তবিক অর্থে পবিত্র নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। অশ্লীলতা, অরাজকথা, বেহায়াপনা দূর করে একটি আদর্শ নগরী হিসেবে সিলেটকে সাঁজাতে চেয়েছি। সর্বনাশা নেশার ছোবল থেকে মুক্ত করে সিলেটকে একটি পবিত্র শহরে রূপ দিতে আমি বদ্ধ পরিকর।
তিনি রোববার নগরীর ৪০নং ওয়ার্ডের কুচাই এলাকায় এবং ২৪নং ওয়ার্ডের কুশিঘাট ও তেররতনবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলেন, তাদের দাবি দাওয়া ও তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনেন। নির্বাচিত হতে পারলে তাদের দাবি-দাওয়া গুরুত্ব সহকারে আদায় করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন সহ দক্ষিণ সুরমা থানা, শাহপরান রহ. থানা, ৪০নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ডে নেতৃবৃন্দ।