ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি :সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মাঠ থেকে আনহার আলী(৪৫) রাজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনহার আলী উপজেলার সোনার পাড়া গ্রামের বাসিন্দা ও রাজ মিস্ত্রির কাজ করতেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মাঠে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়’রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার এবং সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার বিকালে বাড়ি থেকে বের হলে রাতে বাড়িতে ফিরেননি আনহার আলী।তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন খোজ পায়নি পরিবারের লোকজনেরা,বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় একটি ছেলে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় মাঠে উপুর হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পায়,তার চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে রাজমিস্ত্রি আনহার আলীকে সনাক্ত করে পুলিশের খবর দেয়। পুলিশ জানায় তিনি বেশ কিছুদিন থেকে জ্বরে ভূগছিলেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাতে বাড়ি ফিরার সময় পথিমধ্যে আনহার আলীর মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।লাশটি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।