চুনারুঘাট প্রতিনিধি::চুনারুঘাট উপজেলার আটালিয়া সসরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিতে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মান করা হচ্ছে।পুলিশ ঘর নির্মাণে বাদা প্রদান করলে দখলদার গণ পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হয়।স্কুলের দাতা সদস্যের প্রকৃত অংশিদার মোঃ আব্দুল্লাহ তালুকদার বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দেন।
অভিযোগে তিনি বলেন,মোঃ আব্দুল গফুর (৫৫), ২। আব্দুল মন্নান (৫০), উভয় পিতা-মৃত ইয়াদ উল্লা, ৩। আব্দুল। আউয়াল (৪০), ৪। আব্দুল আলী (৩৫), ৫ আফরোজ আলী (৩০), ৬। আইয়ুব আলী (২৮), সর্ব পিতা-মোঃ আব্দুল গফুর, ৭। আব্দুল জলিল (৫৫), ৮। সুরুজ আলী (৫০), উভয় পিতা-মৃত নূর মিয়া, ৯। খলিলুর রহমান (৩০) পিতা-আব্দুল জলিল, সর্ব সাং- আঠালিয়া, ০৮ নং সাটিয়াজুরী ইউ/পি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ গং চুনারুঘাট উপজেলার মৌজা-আটালিয়া, জেএলনং-৮৮, এস এ খতিয়ান নং-৬৮ ও ৬৯, আর এস খতিয়ান নং-১২৭, এস এ দাগ নং-২৪৯ ও ২.৫০, আর এস দাগ নং-২৭১, ইহাতে মোয়াজী ৩০ বোরো ও স্কুল রকম ভূমি।তফশীল বর্ণিত ভূমি আমার মৌরশী সম্পত্তি। বিবাদীগন দীর্ঘদিন যাবত আমাদের নিম্ন তফশীল বর্নিত ভূমি জোর পূর্বক দখল ও আত্মসাৎ করার ষড়যন্ত্র করিয়া আসিতেছে। বিবাদীগন আমার তফশীল বর্ণিত ভূমি দখলের হীন উদ্দেশ্যে জোর জবরদস্তি চালাইয়া আসিতেছে। বিগত ১৯৭৬ সালে আমার দাদা ইদ্রিছ আলী ওরফে লবজ উল্লা আমাদের আঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে রেজিষ্টারী দলিল নং-১৯৬০/১৯৭৬ ইং মূলে নিম্ন তফশীল বর্ণিত ভূমির ৩৬ শতক ভূমি দান করেন।
কিন্তু রেজিষ্টারী দলিল করার সময় দলিলে দাগ নম্বর ভূল হওয়ায় বিবাদীগন সেই সুযোগে জাল জালিয়াতির মাধ্যমে তফশীল বর্ণিত ভূমির মালিক অন্যজনকে বানাইয়া পূর্ব দাতা পরিবর্তন করিয়া পূনরায় তফশীল বর্ণিত ভূমি বর্ণিত স্কুলের নামে দান করে। পরবর্তীতে আমার চাচা বশির আহমেদ বিবাদীগন কর্তৃক সৃষ্টি করা দলিল বাতিল সহ আমাদের দাগ নম্বর সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে স্বত্ব মোকদ্দমা নং-১১৩/২০২২ ইং দায়ের করেন। পরবর্তীতে বিদ্ধ আদালত নালিশা তফশীল বর্ণিত ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং বিবাদীপক্ষকে নিষেদ করলেও তারা আদেশ অমান্য করে ঘর নির্মান করে।পুলিশ বাধা দিলে বিবাদীরা চড়াও হয়।