সিলেটপোস্ট ডেস্ক:;সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে প্রধান আসামি নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারিসহ ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২ জনকে আসামি করে মামলা করা হয়।
এদিকে মামলায় সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আলী আকবর আসামি হওয়ায় তাদের আহবায়ক ও সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে প্রধান নির্বাহী মোহাম্মদ বদরুল হককে প্রধান করে তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট নগরীর সিটি সুপার মার্কেটে সিটি করপোরেশনের নির্মানাধীন ১২ তলা ভবন থেকে লোহার পাইপ পড়ে দেলোয়ার হোসেন নামে এক সেনাসদস্য নিহত হন।