ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি::ওসমানীনগরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রের বাবা বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক উপেজলার সাদীপুর ইউনিয়নের নুরপুর গ্রামের করিম উল্লার ছেলে আছাউজ্জামান আসাদ(৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজারে অবস্থিত ইমাদিয়া হিফজুল কোরআন সেন্টারের ছাত্র উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো: রাহিম (১১)। সে নিয়মিত মাদ্রাসায় আসা যাওয়া করত। আর
গত ২৮ মে সকাল ১১টায় পড়ার বিষয় নিয়ে শিক্ষক আছাউজ্জামান আসাদ একটি কাঠের লাটি দিয়ে ছাত্র রাহিমকে বেধড়ক পেটান।পিটুনির কারণে ছাত্রের পিঠে ও হাতে মারাত্বক জখম হয়। শরীরের জখম দেখে তার পিতা তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন জানান, ছাত্রের বাবার অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।