জৈন্তাপুর প্ররিনিধি::জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় মহিষ জব্ধ করেছে।
গত ২০ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মো সাহিদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানাগেছে, অভিযান কালে জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলা বাজার এলাকার সিলেট তামাবিল মহাসড়কে অবস্থিত স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ৬টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়েছে।
এসময় চোরাচালান ব্যবসার কাজে জড়িত ৩ জন ব্যক্তি মহিষগুলো রেখে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এবাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সিলেট জেলার সবক’টি উপজেলায় অপরাধ দমনে, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা পুলিশ, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডাকাতি, চুরি, চোরাই পন্য উদ্ধার,চোরাচালান রোধ,চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধ করতে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।