ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোরাইস মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক আহমদ হোসেন (৫৫)। তিনি চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গছে, প্রতিদিনের ন্যায় বুধবার বিকালে উপজেলার তাজপুর-বালাগঞ্জ রাস্তার কদমতলাস্থ মাহি অটোরাইস মিলে কাজ করছিলেন শ্রমিক আহমদ হোসেন। অসাবধানতা বসত তিনি বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। খবর পয়ে থানা পুলিশ লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছে।
ওসমানীনগর থানার এস আই মিল্টন দেব বিদ্যুৎপৃষ্টে আহমদ হোসেনর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।