মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া::বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে অসুস্থ গরু জবেহ করে তার গোশত বিক্রি করার অভিযোগ উঠেছে। জানা গেছে চাখার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকের গোয়ালের একটি গরু গতকাল ২৪ জুন বিকেলে অসুস্থ হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায়া ওই গরুটি ওইদিন রাতে জবেহ করে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হয়।
এদিকে এলাকায় চাউর হয় রফিক মেম্বারের বাড়িতে মরা গরু জবেহ করে বিক্রি করা হয়েছে। যা স্থানীয় একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপরই শুরু হয় কানাঘুঁষা।
এ বিষয়ে জানতে চাইলে রফিক মেম্বার বলেন, ওই রাতে তিনি বাড়িতে ছিলেন না। তিনি কুষ্টিয়ায় ছিলেন। তিনি আজ রবিবার সকালে বাড়িতে আসেন। স্থানীয় পশু ডাক্তার মোঃ সবুজ জানান শনিবার বিকেলে গরু অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে তিনি মেম্বার রফিকের বাড়ি গিয়ে গরুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।
পরে ওইদিন রাতেই গরুটি জবেহ করে বিক্রি করা হয়েছে। এদিকে বাজারে প্রতি কেজি গরুর মাংস সাড়ে সাতশ থেকে ৮ শত টাকায় বিক্রি হচ্ছে অথচ ওই গরুর মাংস ৫ শত টাকায় বিক্রি করায় একটি দিধাদন্দ থেকে যায়। এছারাও তাদের নিজেদের মাংসের দোকান থাকার পরেও কেন ওই রাতেই কম দামে গরুর মাংস বিক্রি করা হয় এ নিয়েও প্রশ্ন থেকে যায়।
অপরদিকে রফিক মেম্বার জানান এলাকার কিছু লোক বাঁকিতে মাংস নিতে চাইলে তা না দেয়ায় মার গরু জবেহ করে বিক্রি করা হয়েছে এমনটি ফেইসবুকে প্রচার করেছে একটি মহল।