এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে মাসব্যপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। এরমধ্যে থাকছে, শোক র্যালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় শোক দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, ১৫ আগষ্ট শহিদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণসহ দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান প্রচার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনভিত্তিক চিত্র প্রদর্শনী, শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগীতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্মারক বক্তৃতা প্রতিযোগীতা, শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ও তাঁর জীবনভিত্তিক বই নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন, ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
কালো ব্যাজ ধারণের মাধ্যমে হকৃবিতে শোকের মাসের কর্মসূচী শুরু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১, ২০২৩ | ৫:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »