সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা অনলাইন প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন পিছিয়েছে।পুর্ব নির্ধারিত ১৮ আগষ্ট এর পরিবর্তে আগামী ০১ সেপ্টেম্বর , শুক্রবার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্প্রতিবার (১৭ অক্টোবর) সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেস ক্লাবের সদস্যদের ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শেখ মোঃ লুৎফুর রহমানের মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান,
সহ-সভাপতি এম এ রউফ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাপ্পি চৌধুরী, সদস্য ফারজানা আক্তার তাহেরা,তপন কুমার সাহা,আহমেদ শাকিল,নাজিম উদ্দিন প্রমুখ।